ডিপ্লোমা/বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য কিছু কথা।
৪ বছর একটি বিভাগ নিয়ে পড়াশুনা করি, প্রায় ৯০% ছাত্র-ছাত্রী কোন একটি বিষয়ই দক্ষ হই না। পাশ করে চাকুরির বাজারে কোন দক্ষতা প্রমান করতে পারি না। এই জন্য কোন কোম্পানিও আমাদের চাকুরিতে নিতে আগ্রহ দেখায় না।
প্রথমত উচিৎ যে কোন একটি বিষয়ে দক্ষ হওয়া । যেমন আপনি যদি প্রোগ্রামিং এ আগ্রহী হোন তাহলে পিএইপি/ ওয়ার্ডপ্রেস সহ অনেক ভাল ভাল প্রোগ্রামিং ভাষা আছে একটিতে দক্ষ হোন।
যদি হার্ডওয়্যার /নেটওয়্যার্কিং এ দক্ষ হতে চান। তাহের ভাল করে জানুন। প্রয়োজনে ৪ বছরের মধ্যে সিসিএনএ /এ+ সহ কিছু কোর্স করে ফেলুন। তা ছাড়াও গ্রাফিক্স , ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, C, C++, Java Programing , Website Design, সহ অনেক কাজ আছে যে কোন একটিতে দক্ষ হোন।
আপনি কিছুই না পারলে Microsoft Office Application টা ভাল ভাবে শিখে ফেলুন। Advance Excel টা ভাল করে জানুন। দেখবেন চাকুরি আপনি পাবেনই।
আমাদের সমস্যা ৪ বছর পড়াশুনা করেও কোন একটি বিষয়ে আমরা ভাল দক্ষ হই না। সবই জানি কিন্তু সার্ভিস দেওয়ার মত কোন একটি বিষয়ও জানি না।
মনে রাখবেন বেসরকারি প্রতিষ্ঠান আপনাকে দিয়ে ইনকাম করাবে তারপর আপনাকে সেখান থেকে বেতন দিবে।
যারা ৪ বছরেও কিছুই করেননি তারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কে গুরুত্ব দিন। বিস্তারিত জানতে আমাদের ফ্রি সেমিনারটিতে জয়েন করুন।
ইঞ্জিনিয়ার মোঃ জুলহাস
এসিস্ট্যান্ট ম্যানেজার, আইটি বিভাগ, এনটিভি
ও প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, দেওয়ান আইসিটি, মিরপুর-১
ধন্যবাদ
৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং-এর ফ্রি সেমিনার!! ফ্রি লাইভ সেমিনারে অংশ নিতে আজই রেজিস্ট্রেশন করুন এই লিঙ্কেঃ https://forms.gle/z1xStcRaN35p3rdE9



দেওয়ান আইসিটি ইন্সটিটিউট
অফিসঃ ২০, ২১ মুক্তবাংলা কমপ্লেক্স (লিফট-৪), মিরপুর-১, ঢাকা-১২১৬।
মোবাইল : 01976444300 ,01976444303
ওয়েবসাইট : www.dewanict.com
ইমেইল : info@dewanict.com