প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে গতকাল থেকে অনেকের জিজ্ঞাসা
এইযে সরকারের সার্ভার থেকে আমাদের ব্যাক্তিগত তথ্য চুরিতে আমাদের কি কি সমস্যা হতে পারে?
তাই কিছু বিষয় আলোচনা করি সময় হলে পড়বেন আশা করি উপকৃত হবেন, ফাঁস হওয়া তথ্য থেকে মানুষের ক্ষতি করার বিশ্বজুড়ে প্রচুর উদাহরণ রয়েছে.
১. আপনার ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র, মায়ের নাম , বাবার নাম , ঠিকানা , সব তথ্য কেউ যদি সঠিক বলে দেয় তাহলে অনেকে সাধারণ মানুষের বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে আর্থিক প্রতারণা করতে পারে।
২. তথ্য–সম্পর্কিত ব্যক্তির অন্য নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। অসচেতন মানুষের কাছে ফোন করে তাঁর সব তথ্য বলে বিশ্বাস অর্জন করার পর প্রতারণা হতে পারে।
৩. তথ্য উন্মুক্ত হয়ে গেলে সেসব তথ্যনির্ভর বিভিন্ন সেবার ক্ষেত্রে অপব্যবহারের সুযোগ থাকে।
৪. মোবাইল কোনো অতপঃ আসলেই কারো সাথে শেয়ার করবেন না।
৫. ইমেইল উংক্নোন লিংক এ ক্লিক করবেন না।
সর্বোপরি সবাইকে সতর্ক থাকতে হবে, মানুষকে সচেতন করতে হবে, তথ্য প্রযু্ক্তির জ্ঞান রপ্ত করতে হবে।
ধন্যবাদ মনোযোগ দিয়ে পড়ার জন্য।
শেয়ার করে মানুষের উপকার করুন।