দেশের জনপ্রিয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) থেকে নিবন্ধন সনদ পেলো দেওয়ান আইসিটি ইন্সটিটিউট।
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর অনুচ্ছেদ ১৬ (১) অনুযায়ী এ নিবন্ধন সনদ দেওয়া হয়।
এখন থেকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এর অ্যাসেসমেন্ট সেন্টার হিসেবে দেওয়ান আইসিটি ইন্সটিটিউট এ প্রশিক্ষণ নিয়ে পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক মানের সনদ নিতে পারবে।
দেওয়ান আইসিটি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ জুলহাস জানান, দেওয়ান আইসিটি ইন্সটিটিউট দীর্ঘ এক যুগ ধরে দেশের বেকার জনগোষ্ঠীকে আইটি বিভাগে দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। দেওয়ান আইসিটি ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে বহু শিক্ষার্থী ও বেকার তরুণ-তরুণীরা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করছে। এছাড়াও অনেকে আইটি রিলেটেড উদ্যোক্তাও হয়েছেন। আমরা সব সময় দেওয়ান আইসিটি ইন্সটিটিউট এ আশা প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করি। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিবন্ধন সনদ পাওয়া আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।
এখন থেকে দেওয়ান আইসিটি ইন্সটিটিউট আন্তর্জাতিক মানের সনদ প্রধান করবে এবং দেশ ও দেশের বাহিরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে।
দেওয়ান আইসিটি ইন্সটিটিউট কে স্বীকৃতি প্রদান করাতে চেয়ারপার্সন, গভর্নিং বোর্ড, NSDA, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে দেওয়ান আইসিটি ইন্সটিটিউট পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
এছাড়াও চেয়ারপার্সন, কার্যনির্বাহী কমিটি, NSDA , মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় সদস্য সচিব, গভর্নিং বোর্ড ও কার্যনির্বাহী কমিটি, নাসরীন আফরোজ নির্বাহী চেয়ারম্যান (সচিব), NSDA সহ সংশ্লিষ্ট সবাইকে দেওয়ান আইসিটি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
দেওয়ান আইসিটি ইন্সটিটিউট আর উন্নত ও আধুনিক সিলেবাস ও প্রযুক্তি নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।
কোর্স শেষে NSDA এর অধীনে অর্জিত সার্টিফিকেট ক্যারিয়ারের একটি মাইলফলক স্বরূপ। যে কোন সরকারি চাকরি বা প্রজেক্টে এই সার্টিফিকেট অর্জনকারী ব্যক্তি সব সময় অগ্রাধিকার পাবে।