দৈনন্দিন সময়ের অনলাইন ব্যবসায় পিছিয়ে নেই ঘরের নারীরাও। অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্ণধারই
আজ নারী।
এ ধরনের ব্যবসায় জড়িত থেকে নারীরা ঘরে বসেই উপার্জনের সুযোগ পাচ্ছেন। পণ্য বেচাকেনার জন্য নির্দিষ্ট সাইটগুলোর পাশাপাশি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও জমে উঠেছে এই কেনাবেচা। অল্প পুঁজিতে, কোন ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া ও ঘরে বসেই এই ব্যবসা পরিচালনা করা যায়।
তাই নতুন উদ্যোক্তাদের কাছে এ মাধ্যমটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু এর জন্য প্রয়োজন দক্ষ প্রশিক্ষণের আর তাই দেওয়ান আইসিটি আয়োজন করতে যাচ্ছে দুই দিন ব্যাপী অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং কোর্সের। এই কোর্সের মাধ্যমে আপনি শিখতে পারবেন ফেসবুক বিজনেস পেইজ তৈরী ও মেইন্টেনেন্স, স্পন্সর্ড এ্যাডভার্টাইজিং, ভিজ্যুয়াল কন্টেন্ট, কপি রাইটিং প্রয়োজনীয় বিষয়গুলো সহজ ভাষায় জানতে ও হাতে কলমে দেখতে পারবেন।
কোর্সের বিস্তারিতঃ






দেওয়ান আইসিটি ইন্সটিটিউট
অফিসঃ ২০, ২১ মুক্তবাংলা কমপ্লেক্স (লিফট-৪) মিরপুর-১, ঢাকা-১২১৬।
মোবাইল : ০১৯৭৬৪৪৪৩০০ ০১৯৭৬৪৪৪৩০৩
ফেসবুক পেজঃ https://www.facebook.com/dewanictbd
ইমেইল : info@dewanict.com