NSDA এর অধিনে RPL পদ্ধতিতে সনদায়নঃ
NSDA-কার্যালয়
															NSDA-ইনভেস্টিগেশন
															NSDA-ইনভেস্টিগেশন
															Approved By NSDA
Dewan ICT
দেওয়ান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা
প্রধান উপদেষ্টার কার্যালয় কর্তৃক অনুমোদিত
Approved by the Office of the Chief Advisor
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ
National Skill Development Authority (NSDA)
															
															NSDA এর অধিন RPLপদ্ধতিতে কী?
NSDA: National Skills Development Authority.
RPL: Recognition of Prior Learning.
				RPL এর অর্থ হল পূর্বের শিক্ষার স্বীকৃতি। এটি এমন একটি প্রক্রিয়া যা একজন ব্যক্তির দক্ষতা এবং জ্ঞান মূল্যায়ন এবং প্রত্যয়ন করে। পূর্ববর্তী শিক্ষা, কাজের অভিজ্ঞতা বা অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা এবং জ্ঞানের জন্য কৃতিত্ব অর্জনের জন্য RPL ব্যবহার করা যেতে পারে।অর্থাৎ আপনার কোন কাজের উপর দক্ষতা আছে, প্র্যাক্লিক্যাল জ্ঞান আছে। তাই আপনার ৬ মাস ধরে কাজ শেখার প্রয়োজন নেই। এখন আপনি আপনার দক্ষতা অনুযায়ী বিশ্বের যে কোন দেশে কর্মসংস্থান করতে চান। আপনার কর্মদক্ষতা রয়েছে কিন্তু দক্ষতার প্রমানক হিসাবে এখন প্রয়োজন সরকার অনুমোদিত মানসম্পন্ন সনদ বা সার্টিফিকেট।এ ক্ষেত্রে NSDA এর অধিনে RPL পদ্ধতিতে ৩দিনের অরিয়েন্টেশন ক্লাস করে পরীক্ষা দিতে পারবেন। একই দিনে সরকারি নিয়মানুযায়ী রেজাল্ট পাবেন এবং পরবর্তি ১২-১৫ দিনের মধ্যেই আপনার কাঙ্খিত সনদ হাতে পেয়ে যাবেন-ইনশাআল্লাহ। এই সনদ পৃথিবীর যেকোন দেশেই আপনার দক্ষতার প্রমান বহন করবে।আর যাদের এখনো কম্পিউটার শেখা হয়নি তারা কোর্স সম্পন্ন করে একই নিয়মে পরীক্ষা দিয়ে যথাযথ নিয়মে সনদ অর্জন করতে পারবেন।
RPL কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানঃ
সরকারি অনুমোদনঃ
- সর্বপ্রথম জানার বিষয় হচ্ছে- প্রশিক্ষণ প্রদানকারী প্রিতিষ্ঠানটির সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুমোদন লাভ করতে হবে।
 - অর্থাৎ- National Skills Development Authority (NSDA) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হওয়াই প্রধান শর্ত।
 - প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের NSDA কর্তৃৃক অনুমোদনের প্রমানক স্বরুপ অবশ্যই প্রধান উপদেষ্টার কার্যালয় কর্তৃক অনুমতি পত্র বা সার্টিফিকেশন সনদ থাকতে হবে। বিস্তারিত সরকারি ওয়েব পোর্টাল থেকে যেনে নিতে পারবেন।
 
অনুমোদিত প্রতিষ্ঠানঃ
- স্বীকৃতি সনদ থাকতে হবে।
 - এক্সপার্ট ইনস্ট্রাক্টর থাকতে হবে।
 - সরকারি নিতিমালা অনুযায়ী প্রশিক্ষণ দিতে হবে।
 - প্রশিক্ষনার্থীগনদের বিশ্বমানের যুগোপযোগী প্রশিক্ষণ দিতে হবে।
 - নিতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানে সকল ধরনের সুবিধা থাকতে হবে।
 - কোর্সের প্রোগ্রামগুলি আপডেটেড হতে হবে।
 
RPL-কোর্স, পরীক্ষা এবং সনদঃ
NSDA-অনুমোদিত কোর্স সমূহঃ
- Web Application Development With Python >>> LEVEL-4
 - Web Design and Development for Freelancing >>> LEVEL-3
 - Graphic Design For Freelancing. >>> LEVEL-3
 - Digital Marketing For Freelancing >>> LEVEL-3
 - Digital Marketing For Freelancing >>> LEVEL-4
 - Data Science Analytics and Big Data >>> LEVEL-4
 - Computer Operation >>> LEVEL-2
 - Android Apps Development >>> LEVEL-4
 - Network and System Security for Freelancing>>> LEVEL-4
 
পরীক্ষা পদ্ধতিঃ
- RPL পদ্ধতিতেঃ যাদের পূর্ব থেকেই কাজ জানা আছে তারা ৩দিনের অরিয়েন্টেশন ক্লাস করে পরীক্ষায় অংশগ্রহন করবেন।
 - পরীক্ষার দিনেই রেজাল্ট যেনে যাবেন এবং ১৫ দিনের মধ্যে আপনার কাঙ্খিত সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন-ইনশাআল্লাহ।
 - যাদের পূর্ব অভিজ্ঞতা নেই, তারা- ৩ মাস/৬ মাস মেয়াদী কোর্সে ভর্তি হয়ে মেনুয়ালী প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে একই নিয়মে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট প্রাপ্ত হতে পারবেন-ইনশাআল্লাহ।
 
															গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
প্রধান উপদেষ্টার কার্যালয় কর্তৃক অনুমোদিত।
															National Skill Development Authority (NSDA)
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত